CrimeKhabar AajkalNewsPoliticsPopularSiliguriState

সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে সুবীরেশ ভট্টাচার্য।।

#সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে সুবীরেশ ভট্টাচার্য।।

শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই।
এই খুশি তে সিবিআইকে ধন্যবাদ জানিয়ে হাসমি চকে চকলেট বিতরণ করলো ABVP ।

জানা গেছে কিছুদিন আগে দুর্নীতি মামলায় বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্যের আবাসন ও অফিসে তল্লাশি চালায় সিবিআই। এরপর আজই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই।

এই বিষয়ে সংগঠনের প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমারা লাগাতার আন্দোলন করেছি।এর জন্য পুলিশের হাতে বারংবার গ্রেফতার ও হেনস্থা হয়েছি।আজ তার নৈতিক জয় হয়েছে। সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে সুবীরেশ ভট্টাচার্য।এই জয় গণতন্ত্রের জয়।

Related Articles

Back to top button