Khabar AajkalNewsPopular

#মেলার মধ্য থেকে ৭ মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।।

#মেলার মধ্য থেকে ৭ মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।।

মেলা মানেই অসংখ্য মানুষের ভিড়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মহিলা চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটাচ্ছিল। সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। হাতে নাতে ধরে ফেলে ৭জন মহিলাকে।

জানা যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের পুরুষোত্তমপুর এলাকায় ।

বিশ্বকর্মা পূজা কে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়, আর সেই মেলাপ্রাঙ্গণে চলছিল পকেট মারি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলাদের সাথে বেশ কয়েকজন পুরুষ ও জড়িত ছিল, পুলিশ দেখে পালিয়ে যায় তারা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সাধারণ মানুষ ও মেলা কমিটির সদস্যরা দাসপুর পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।

Related Articles

Back to top button