CrimeKhabar AajkalNewsPopular

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার দুই!!

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার দুই!!

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে চলছিল প্রতারণা। এই প্রতারণার শিকার হয় উত্তরপ্রদেশের অমিত কুমার। জানা গিয়েছে, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে অমিতের কাছ থেকে দাবি করা হয়েছিল তিন লক্ষ টাকার, তারপর ২৫ হাজার টাকা আগাম দিয়ে অমিত। এবং সেই পঁচিশ হাজার টাকার বদলে তাকে দেওয়া হয় নকল কাগজপত্র। এরপর বাকি টাকা দেওয়ার জন্য অমিতকে ডাকা হয়েছিল শালবাড়ি এলাকায় এবং সেখানে নকল সেনার পোশাক পড়ে অমিতের সাথে দেখা করতে যায় সেই দুইজন ব্যক্তি।চাকরিপ্রার্থী অমিতের সঙ্গে ছিল তার মা।

এই বিষয়টির খবর পায় আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।এরপর আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকেরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানায়।

এই খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
ধৃতদের হেফাজত থেকে আর্মির
নিয়োগপত্র, ভুয়ো আই কার্ড এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।ধৃতদের প্রধাননগর থানার হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে ধৃতরা হল, সঞ্জয় কুমার(২৭),অনুজ কুমার(২৯)।সঞ্জয় পাটনা ও অনুজ জাহানাবাদ বিহারের বাসিন্দা।
ধৃতদের কাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

Related Articles

Back to top button