Khabar AajkalNewsPoliticsPopularSiliguri

সংবর্ধনা জানানো হলো নবনিযুক্ত সভাপতি অরুণ ঘোষ ও নতুন সদস্য কিশোরীমোহন সিংহ!!

সংবর্ধনা জানানো হলো নবনিযুক্ত সভাপতি অরুণ ঘোষ ও নতুন সদস্য কিশোরীমোহন সিংহ!!

শিলিগুড়ি মহকুমা পরিষদের নবনিযুক্ত সভাপতি অরুণ ঘোষ ও নতুন সদস্য কিশোরীমোহন সিংহকে বৃহস্পতিবার শিলিগুড়ি বাঘাযোতিন অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে শিলিগুড়ি টাউন ১,২,৩ পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

এইদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মদন ভট্টাচার্য,রাজু দাস, গোপাল সাহা, নির্ণয় রায় সহ অন্যান্য ব্যক্তিরা। এইদিন সকল ব্যাক্তিবর্গ রা সভাপতি অরুণ ঘোষ ও নতুন সদস্য কিশোরীমোহন সিংহকে মালা ও খাদা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ জানান, আজ থেকে আমাদের নতুন দায়িত্ব শুরু হতে চলেছে ।

Related Articles

Back to top button