CrimeKhabar AajkalNewsPopular

অজ্ঞাত ব্যক্তির হাতে খুন, এলাকায় ক্ষোভের পরিবেশ!

অজ্ঞাত ব্যক্তির হাতে খুন, এলাকায় ক্ষোভের পরিবেশ!

জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কালিম্পং শহরের লাভা যাওয়ার পথে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিহত ব্যক্তির নাম বিবো মিজার বয়স ৩০ থেকে ৩৫ বছর, তিনি লোয়ার ডুমরার বাসিন্দা বলা হচ্ছে সে পেশায় একজন চালক।লাভা যাওয়ার পথে কেউ তাকে হত্যা করেন বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে কালিম্পং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান

এই ঘটনার জেরে পুরো এলাকায় ক্ষোভের পরিবেশ বিরাজ করছে, এর পরিপ্রেক্ষিতে কালিম্পং ড্রাইভার অ্যাসোসিয়েশন ও কালিম্পং ড্রাইভার ফেডারেশন কালো পতাকা নিয়ে একটি র‌্যালি বের করে এবং কালিম্পং থানায় ডেপুটেশনও হস্তান্তর করে। এখানে পুলিশ তদন্তে নেমেছে কে খুন করেছে সেই ব্যক্তিকে।

Related Articles

Back to top button