Khabar AajkalNewsPopular

বুধবার বের করা হলো এনএফ রেলওয়ে মজদুর সংঘের রেলি!!

বুধবার বের করা হলো এনএফ রেলওয়ে মজদুর সংঘের রেলি!!

ইউনিয়নের ১৩ তম দিবার্ষিকী ও ৬৪ তম বার্ষিকী অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে এনজিপিতে।

এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল মে মাসের ২৬ তারিখে বদরপুর শহরে। কিন্তু সেই সময় হড়পা বানে জন্য সেই সময় এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়ে ওঠেনি যার ফলে আজ এনজিপিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হলো।

এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে বের করা হলো এনএফ রেলওয়ে মজদুর সংঘের রেলি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে নিউ জলপাইগুড়ি আউটডোর স্টেডিয়াম পর্যন্ত চলে। এবং রেলিতে উপস্থিত ছিলেন বিভিন্ন পদ অধিকারীরা।

Related Articles

Back to top button