Khabar AajkalNewsPopularSiliguri

বাগডোগরা: লেখক ভানুভক্ত আচার্যের ২০৮তম জন্মবার্ষিকীতে গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল!!

বাগডোগরা: লেখক ভানুভক্ত আচার্যের ২০৮তম জন্মবার্ষিকীতে গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল!!

১৩ই জুলাই, বুধবার নেপালি ভাষার প্রথম লেখক, কবি ও অনুবাদক ভানুভক্ত আচার্যের ২০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভানুভক্ত আচার্য ছিলেন একজন নেপালি লেখক, কবি এবং অনুবাদক যিনি নেপালি ভাষার প্রথম লেখক হিসেবে বিবেচিত ছিলেন। তিনি সর্বপ্রথম সংস্কৃত থেকে নেপালি ভাষায় মহান মহাকাব্য রামায়ণ অনুবাদ করেন।

লোকে তাঁকে আদিকবি বলেও জানতেন যার অর্থ প্রথম কবি। আজ গান্ধী মেমোরিয়াল হাইস্কুলে বাগডোগরার পদাধিকারী ও গুণীজনরা আদিকবির ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।

এই দিনে সংস্কৃত অনুষ্ঠানে, গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের শিশুরা ভানুভক্ত আচার্য এর নেপালি গানের উপর একটি ঐতিহ্যবাহী নৃত্য গান পরিবেশন করে।

গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক, শহীদ সুভাষ থাপার বাবা-মা এবং শহীদ সঞ্জয় ওরাওঁর বাবা-মাও এই অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আদিকবির মহৎ কর্মের ওপর দুটি কথা বলে তরুণদের উৎসাহিত করেন।

#khabar ajkal
R.D

Related Articles

Back to top button