Khabar AajkalPopularSiliguri

শহীদ সঞ্জয় ওরাও এর আত্মার শান্তি কামনায় বাগডোগরা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হলো!!

শহীদ সঞ্জয় ওরাও এর আত্মার শান্তি কামনায় বাগডোগরা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হলো!!

জানা যায়, মণিপুরে ভূমিধসের কারণে 23 জন জওয়ান শহিদ হয়েছেন। যার ফলে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। মণিপুরের ভূমিধস থেকে প্রায় ২৬ জন জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুধু তাই নয়, মারা যাওয়া অনেক সৈন্য উত্তরবঙ্গের সিকিম দার্জিলিং জেলার ছিল, যাদের মধ্যে একজন শহীদ সঞ্জয় ওরাওঁ, বাগডোগরার অন্তর্গত কমলপুর চা বাগানের বাসিন্দা।

গতকাল সন্ধ্যায় বাগডোগরা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। বাগডোগরা যুব ক্লাবের সদস্যরা শহীদ সঞ্জীব ওরাওঁর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

#khabar ajkal
R.D

Related Articles

Back to top button