Khabar AajkalNewsPopularSiliguri

বাস ও দুই মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত মারুতি আরোহী!!

বাস ও দুই মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত মারুতি আরোহী!!

খবর সূত্রে জানা গিয়েছে বিহার থেকে শিলিগুড়ি দিকে আসছিল বাসটি এবং শিব মন্দিরে দুটি মারুতির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যার কারণে মারুতি আরোহী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও খবর দেন স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের মতে শিব মন্দিরে দাড়িয়ে থাকা দুটি মারুতিকে দ্রুত গতিতে শিলিগুড়ি দিকে যাওয়ার সময় বাসটি ধাক্কা মারে যার ফলে মারুতিতে থাকা যাত্রীরা আহত হয়, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এছাড়াও রাস্তা পারাপারের সময় সাধারণ মানুষেরাও এর কবলে পড়ে ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এবং আহতদেরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। জানা গিয়েছে ঘটনার পরই বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খোঁজ চালানো হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে।

#khabar ajkal
R.D

Related Articles

Back to top button