Khabar AajkalNewsPopular

#শিলিগুড়িতে আবর্জনা তোলার ভ্যানে মিলল কার্তুজের খোল!!

#শিলিগুড়িতে আবর্জনা তোলার ভ্যানে মিলল কার্তুজের খোল!!

মঙ্গলবার সকালে আবর্জনা তোলার ভ্যানে থেকে মিলল কার্তুজোর খোল।এটি বুলেট হেড নামেও পরিচিত। ঘটনার ফলে চাঞ্চল্য এলাকাজুড়ে।

মেয়রের ওয়ার্ড থেকে পাওয়া গেল কার্তুজোর খোল। আজ পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা ভ্যানে আবর্জনা তুলছিল।

এবং তখন তারা হঠাৎ করে দেখতে পায় একটি প্লাস্টিকের প্যাকেট ভ্যানে পড়ে রয়েছে এবং কৌতুহলবশত সেই প্লাস্টিকের প্যাকেটটি খুলতেই তারা দেখতে পায় এক অবাক ঘটনা।

ওই ব্যাগ টি খুলতেই তারা দেখতে পায় যে সেই প্যাকেটের মধ্যে রয়েছে কার্তুজের গুলির খোল।
#Khabar Aajkal
S.k

Related Articles

Back to top button