Khabar AajkalNewsPopular

বাগডোগরাতে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু।

বাগডোগরাতে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু।

আজ সকালে বাইকের ধাক্কার ফলে গুরুতরভাবে আহত হয় একটি ছোটো শিশু। এই ঘটনাটি ঘটেছে বাগডোগরার অন্তর্গত পানিঘাটা বাজারে। আহত শিশুটির নাম ঋত্বিকা তেরকি বয়স ৫।

জানা যায় যে আজ সকালে ছোট শিশুটি রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক সেই ছোট শিশুটিকে ধাক্কা মারে, এবং যার ফলে গুরুতর আহত হয় ছোট শিশুটি।

ঘটনাটি দেখে তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা সেই ছোট শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বাগডোগরা স্থানীয় হাসপাতালে এবং সেখানে চিকিৎসা চলে শিশুটির। সেই বাইক চালকটি পালাতে গেল তাকে আটক করে ফেলে স্থানীয় বাসিন্দা।

সেই আহত শিশুটির বাবা বলেন যে বাইকের চালককেই সেই শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নিতে হবে কারণ সে খুব দ্রুত গতিতে বাইকটি চালাচ্ছিল এবং যার ফলে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে শিশুটিকে ধাক্কা মারে।

এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বাগডোগরা থানায়।

#Khabar Aajkal
S.k

Related Articles

Back to top button