CrimeKhabar AajkalNewsPopular

বাগডোগরাতে গভীর রাতে নাকা চেকিং চলাকালীন এক রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২ যুবক।

বাগডোগরাতে গভীর রাতে নাকা চেকিং চলাকালীন এক রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২ যুবক।

গতকাল মিলিটারি ইন্টেলিজেন্স ও এসওজির যৌথ সহযোগিতায় একটি কার্তুজ ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার দুই যুবক।

গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে গতকাল অভিযান চালায় মিলিটারি ইন্টেলিজেন্স এবং তিনি তার এই অভিযানে শামিল করে এসজিকে।

তাদের এই যৌথ অভিযানের ফলে গতকাল গোসাইপুর থেকে দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছে তল্লাশি চালালেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি কার্তুজ ও দুই রাউন্ড গুলি।এরপর ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুই ধৃতদের মধ্যে একজন কালিচরণ বিশ্বাস বয়স ৩৪ সে চোপড়ার বাসিন্দা,ও অন্যজন প্রশান্ত রায় বয়স ২৪, সে গোসাইপুরের বাসিন্দা।

আজ আইপিএস মনিশ যাদব জানান যে ধৃতদের আটক করা হয়েছে এবং ধৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।

এই ঘটনার সাথে কে কে জড়িত রয়েছে বা কবে থেকে চলছে এইসব এই সমস্ত ঘটনা নিয়ে তদন্ত করবে পুলিশ।।

#Khabar Aajkal
S.k

Related Articles

Back to top button