Khabar AajkalNewsPopularSiliguri

স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী!!

স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী!!

ফুলবাড়ি অন্তর্গত উত্তর কন্যা মোড়ে কাছে একটি সড়ক দুর্ঘটনা ঘটে ঘটনার ফলে গুরুতর আহত হন বাইক আরোহী। ঘটনার ফলে চাঞ্চলের সৃষ্টি হয় পুরো এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় স্করপিওটি ট্রাফিক পয়েন্টে দাঁড়ানো ছিল হঠাৎই দ্রুত গতিতে বাইকটি এসে স্করপিয়তে ধাক্কা মারে যার ফলে গুরুতর আহত হন বাইক আরোহী।

খবর সূত্রে জানা গিয়েছে স্করপিও টি হাসপাতালের জন্য কাজ করে। এই ঘটনার কলেজ স্কোপিও টির পিছনের কাজটি ভেঙে গিয়েছে এবং বাইকটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান বাইক আরোহী টি মদ্যপান করেছিল যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও জানা যায় উত্তরকন্যা আসার আগেও বাইক আরোহী আরেকটি দুর্ঘটনা ঘটায় কিন্তু সেই ঘটনার ফলে বড় কোন ক্ষতি হয়নি। কিন্তু তারপর উত্তর কন্যা আসার পর যেই দুর্ঘটনাটি ঘটে তার ফলে গুরুতর আহত হন বাইক আরোহী।

স্থানীয় বাসিন্দারা দিকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ঘটনাটির খবর পেয়ে সেখানে এসে পৌঁছায় সেখানে উপস্থিত থাকার ট্রাফিক পুলিশ। বাইকটিকে তারা হেফাজতে নেয় ও জানান বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related Articles

Back to top button