CrimeKhabar AajkalNewsPopularSiliguri

ডাকাতির উদ্দেশ্যে আসে গ্রেফতার হলো পাঁচ দুষ্কৃতী!!

ডাকাতির উদ্দেশ্যে আসে গ্রেফতার হলো পাঁচ দুষ্কৃতী!!

শিলিগুড়ি: মাটিগাড়া পতিরামজ্যোত সংলগ্ন চৌরঙ্গী মোড় এলাকায় গতকাল রাতে ১৩থেকে১৪জন ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে গিয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরে ডাকাতির পরিকল্পনা চলাছিল কিন্তু তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই তাদের আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া থানার পুলিশ।

ডাকাতি করার উদ্দেশ্যে একটি বাড়িতে গিয়েছিল ১৩থেকে১৪ জন কিন্তু পুলিশের গাড়ি দেখে বেশ কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলে ও পাঁচ জনকে গ্রেফতার করেন মাটিগাড়া থানার পুলিশ। তাদের থেকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা প্রায় এমন কাজ করে থাকে। ঘটনাটির ফলে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকায়।

ধৃতদের নাম অমিত থাপা,সঞ্জয় দে,মানব বর্মন,রাজা সাউ, মনোজ দাস। পুলিশ সূত্রে খবর অনুযায়ী ধৃতদেরকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button