NewsPopular

34 নং জাতীয় সড়কে ট্রাক উল্টে ক্ষতিগ্রস্ত দুটি বিদ্যুতের খুঁটি ।

34 নং জাতীয় সড়কে ট্রাক উল্টে ক্ষতিগ্রস্ত দুটি বিদ্যুতের খুঁটি ।

সোমবার করণদীঘি থানার বিকোরে ৩৪ নং জাতীয় সড়কে একটি পিচ বোঝাই ট্রাক উলটে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় ।

ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী  উভয়েই অক্ষত রয়েছে। ট্রাকের ড্রাইভার জানান,  রাত প্রায় নয়টা থেকে সারে দশটার মধ্যে পিচ বোঝাই ট্রাকটি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।

করণদীঘি থানার সংলগ্ন বিকোরে টার্নিং নেওয়ার সময় ট্রাকটির পিছনের চাকা সার্ভিস রুটের বাইরে চলে যাওয়ার কারনেই পালটি খায় ট্রাকটি। 
ট্রাক থেকে পিচের ড্রামগুলো ছিটকে পরে।
পাশাপাশি রাস্তার পাশে থাকা দুটি হাই ভোল্টেজের বিদ্যুতের ঘুঁটি ভেঙ্গে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায় , দোমোহনা থেকে খিকিরটোলা পর্যন্ত ৩৪ নং জাতীয় সড়কের  সার্ভিস রুটে  মাটি না থাকার কারনে কোথাও একফুট  কোথাও দুই ফুট গর্ত। যার ফলে ,
সাইকেল বা বাইক ,স্ক্যুটি চালিয়ে যাওয়া মুশকিল ।

যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button