North Bengal Siliguri

ইঁট ভাটার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

মালদা : ইঁট ভাটার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা ইংরেজবাজার থানার পিয়াস বাড়ি এলাকায় । মৃত শ্রমিক পিয়াস বাড়ি এলাকায় এক ইঁটভাটায় শ্রমিকের কাজ করতেন। বুধবার সকালে ইঁটভাটা লাগোয়া মাঠের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষেরা । খবর দেওয়া হয় মালদা ইংরেজবাজার থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। এই দিনের ঘটনায় পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম মধু মন্ডল (৩৬) মালদা কালিয়াচকের নওদা বিন পাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

News: হক জাফর ইমাম,

Share this:

You may also like