North Bengal Siliguri

ফের রেল যাত্রীদের হয়রানি, বিক্ষোভের মুখে স্টেশন ম্যানেজার।

মালদা: আবারো রেল যাত্রীদের হয়রানি মালদা কোট স্টেশন, বিক্ষোভের মুখে পড়তে হলো স্টেশন ম্যানেজারকে।
৭৫৭১৯ আপ মালদা কোর্ট-শিলিগুড়ি ডিএমইউ পাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় শুক্রবার সকালে। ফলে প্রায় দু’ঘন্টা ধরে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে মালদা কোর্ট স্টেশনে। বিরক্ত যাত্রীরা স্টেশন ম্যানেজারকে জানান। পাশাপাশি বারংবার একই সমস্যার সম্মুখীন হওয়ায় নিত্যযাত্রীরা প্রশ্ন তোলেন কেন ইঞ্জিন বিকলের মতো ঘটনা ঘটছে? কোনও সদুত্তর দিতে না পারায় স্টেশন ম্যানেজারকে ঘিরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। অভিযোগ, বারংবার বিষয়টি কাঠিহার ডিভিশনের কর্তাদের জানানোর পরও কোনও সুরাহা হয়নি। ফলস্বরূপ গন্তব্যে পৌঁছতে দেরি হয় রেল যাত্রীদের।

News: হক জাফর ইমাম,

Share this:

You may also like