North Bengal Siliguri Sports

মালদা ইংরেজবাজার শহর১ চক্রের উদ্যোগে ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব।

মালদা: মালদা ইংরেজবাজার শহর ১ চক্রের উদ্যোগে ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক ক্রীড়া উৎসব। এই দিন এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মালদা ইংরেজবাজার শহর ১ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। জানা যায় এখানে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা জেলা স্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। মালদা শহরের বৃন্দাবনী মাঠে অনুষ্ঠিত হবে এই জেলা স্তরীয় প্রতিযোগিতা।

News: হক জাফর ইমাম,

Share this:

You may also like