৬ নভেম্বরঃ গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির এনজেপির সিস্টার কলোনী সংলগ্ন এলাকায়। জানা গেছে, অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি ওই গৃহবধূ। মৃত গৃহবধূর নাম রিচা কুমারি। সে সিস্টার কলোনীর বাসিন্দা। মঙ্গলবার রিচা দেবীর সাথে বচসা বাধে তারই প্রতিবেশী সীমা সেসোধিয়ার সাথে। আর এরপর ঘটে বিপত্তি। অভিযোগ, বুধবার সকালে স্বপরিবারে রিচার দেবীর উপর অাক্রমন করে সীমা।বাড়িতে কেউ না থাকার কারনে রিচাকে মারধোরের পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করে সীমা ও তার পরিবার। আর এই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হন রিচা দেবী। এন জে পি থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী নিরোজ কুমার।
শিলিগুড়ি: অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী এক গৃহবধূ ।
