North Bengal Siliguri

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রামরায় ব্রিজ ধসের মুখে।

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রামরায় ব্রিজ ধসের মুখে। গ্রামবাসীদের অনুমান, যে কোনও মুহূর্তে ব্রিজটি ভেঙে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।রামপুর, কলা, এই গ্রামগুলি হরিশ্চন্দ্রপুর হাসপাতালে আশার একটিমাত্র রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে বহুবার জানানোর পরও সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, হরিশ্চন্দ্রপুরের ভিডিও অনির্বাণ বসু জানান গ্রামবাসীদের একটি অভিযোগ পেয়েছি খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান করার এটা করবো।

রাম রায় ঘাটের মেম্বার মালা রায় জানান গত বছর বন্যা হওয়ার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, এই ব্রিজ ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, প্রশাসন কে জানিয়েছি সমস্যার সমাধান হয়ে যাবে।

হরিশ্চন্দ্রপুর মালদা জেলার তৃণমূল যুব ভাইস প্রেসিডেন্ট বুলবুল খান জানান গ্রামবাসী অভিযোগ করেছে তাদের সমস্যা যেন সমাধান হয়, ভিডিও অফিসে কথা বলে নিয়েছি আজ কালের মধ্যে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে।

Share this:

You may also like