North Bengal

রামনবমী উপলক্ষে কলস যাত্রা।

রামনবমী উপলক্ষে কলস যাত্রা বের করা হয় মালদা শহরে। শুক্রবার সকাল আটটা নাগাদ, মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট থেকে এই কলস যাত্রা শুরু হয় গটা শহর পরিক্রমা করে কলস যাত্রা শেষ হয় কুলি পাড়া এলাকায়। জানা গিয়েছে, শনিবার থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কুলি পাড়া এলাকায়। তাই শুক্রবার সকালে শতাধিক মহিলা মাথায় কলস নিয়ে রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে স্নান করে কলস যাত্রা করেন। ঢাকের বোলে শতাধিক মহিলা মাথায় কলস নিয়ে সারা শহর পরিক্রমা করে। এর পাশাপাশি মোটরবাইক এবং সাইকেল নিয়েও বহু মানুষ এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like