North Bengal Politics

আবু হাসেম খাঁন চৌধুরী নির্বাচনী প্রচারে বিক্ষোভের মুখে।

নির্বাচন আসে নির্বাচন শেষ হয় শতবার প্রতিশ্রুতি মিলেছে শুধু, এলাকায় উন্নতির কাজের কাজ কিছুই হয়নি। এমন অবস্থায় ভোট চাইতে এসেছেন ? এই অভিযোগ তুলে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খাঁন চৌধুরী কে ঘিরে বিক্ষোভ দেখানো অমৃতির বাসিন্দারা। ডালু বাবুকে ঘিরে চরম বিক্ষোভ দেখান ভোটাররা। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এ দিন। তবে যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি ডালু বাবু। এ বিষয়ে তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী জানান অমৃতি এলাকায়, এদিন ভোট প্রচারে জান কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘদিন পর ডালু বাবুকে পেয়ে এলাকার আ_উন্নয়নের ছবি তুলে ধরে বিক্ষোভ দেখান ভোটাররা বলে জানান গৌতম বাবু।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like