North Bengal

ভারত বাংলাদেশ সীমান্তেষ বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারী মৃত।

মালদা বৈষ্ণবনগর থানার শোভানগর এলাকায়
ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত জোয়ানের ছোড়া গুলিতে বাংলাদেশি বেআইনি পাচারকারী দুইজনের মৃত্যু হয়। মৃত দুই জনের নাম (১) মিলন শেখ পিতা কালু দালাল বাড়ি পাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সাহাপাড়া,(২) সেনারুল ইসলাম পিতা আফসার আলী বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকার সাহাপাড়ায়। মৃত দুজন তার কাটার ওপারে থাকায় ঘটনাস্থলে বিএসএফের জোয়ান পৌঁছানোর আগেই বাংলাদেশি দুষ্কৃতীরা মৃতদেহ নিয়ে চম্পট দেয়।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like