North Bengal

নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলার, বিক্ষোভ মিছিল।

গত শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে জুমার নামাজের সময় জঙ্গি হামলার ও অনুমোদনহীন আন এডেড মাদ্রাসার প্রতিবাদে রবিবার বিকেল আড়াইটার সময় বিক্ষোভ মিছিল করা হয় মালদা শহরে।

এই বিক্ষোভ মিছিল মালদা শহরের মডেল মাদ্রাসা ইস্কুল হইতে শুরু হয় মালদা কোর্ট হয়ে মালদা শহরের রথবাড়ি মোড়ে শেষ হয়।

এই দিনের এই মিছিলে পায়ে পা মেলান নূর হোসেন, মোঃ ইসমাইল, গোলাম মর্তুজা, ও মালদা জেলা অনুমোদনহীন এডেড মাদ্রাসা কমিটির পক্ষে মোহাঃ সামিউল ইসলাম।

এই বিক্ষোভ মিছিলে ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করেন, বিক্ষোভ মিছিল শান্তি শৃঙ্খলা ভাবে সম্পন্ন হয়।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like