North Bengal

সাত দফা দাবিতে ঝারখান্ড দেশম পার্টি বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন।

সাত দফা দাবিতে ঝাড়খণ্ড দেশম পার্টি ভাষা স্বীকৃতি দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করলো ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যরা।

সোমবার দুপুর দুটা নাগাদ, ঝারখন্ড দিশম পার্টির সদস্যরা মালদা শহরের গয়েশপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। ধামসা মাদল বাজিয়ে হাতে তীর ধনুক নিয়ে আদিবাসীরা গোটা মালদা শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে তারা দীর্ঘক্ষন অবস্থান করেন।

পর তারা তাদের দাবি পত্র মালদা জেলা প্রশাসনিক ভবনে আধিকারিকের হাতে তুলে দেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে আগে থেকেই মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like