North Bengal

বিজেপি’কে রুখতে তৃণমূলে যোগ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের কর্মীরা।

বিজেপি’কে রুখতে মৌসম নুরের হাত ধরে তৃণমূলে যোগ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের কর্মীরা। গত কয়েকদিন ধরেই মৌসম নুরের সঙ্গে প্রচুর সাধারণ কংগ্রেস কর্মী থেকে বুথস্তরের নেতা ও জনপ্রতিনিধিরা তৃণমূলে এসেছেন। শনিবারও সেই যোগদানের ঢল অব্যাহত ছিল। এদিন চাঁচল-১ ব্লক তৃণমূল নেতৃত্ব সংসদ সদস্য তথা রাজ্যনেত্রীকে মৌসম নুরকে সংবর্ধনা দেয়।

সেখানেই প্রায় এক হাজার কংগ্রেসী বুথস্তরের কর্মীরা তৃণমূলে যোগদান করেন। কলিগ্রাম অঞ্চলের উপপ্রধান অচিন দাস, ও পঞ্চায়েতের সদস্য লাল মহম্মদ, মজিবুর রহমানের নেতৃত্বে ওই নেতাকর্মীরা মৌসম নুরের হাত থেকে পতাকা নিয়েছেন। ওই নেতৃত্বদের দাবি, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত নেত্রী মৌসম নুরই সঠিক নেতৃত্ব দিতে পারেন।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like