North Bengal

কুকুরছানাদের নিঃসংশ ভাবে খুনের বিরুদ্ধে শোক মিছিল ও মোমবাতি মিছিল মালদায়।

এন আর এস হাসপাতালে ১৬ টি কুকুরছানাদের নিঃসংশ ভাবে খুনের বিরুদ্ধে মালদা পশু প্রেমিকদের উদ্যোগে শোক মিছিল ও মোমবাতি মিছিল করা হয়। এই মিছিল মালদার গোটা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা ফোয়ারা মরে।

মিছিলে পা মেলান প্রায় পাঁচ শতাধিক মালদার পশু প্রেমিকেরা। পশুপ্রেমীদের একটাই দাবি ছিল ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিছিল শেষে বুবাই রায় সংবাদমাধ্যমকে জানান আমরা মালদার সব পশু প্রেমি সকোলে একত্রিত হয়ে

শোক মিছিল ও মোমবাতি মিছিল এর ব্যবস্থা করেছিলাম যা আমরা সফলভাবে করতে পেরেছি। এনআরএস হাসপাতালে ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। নার্সরূপী কলঙ্ক তোমাদের জানাই ধিক্কার ।

আমরা পশুপ্রেমীরা আছি অবলাদের পাশে সবসময়।ধন্যবাদ জানাই সকল পশুপ্রেমীদের যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছিল।

News: হক জাফর ইমাম।

Share this:

You may also like