#শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠেছে জয়ন্তী মহাকাল ধাম মন্দির।।
আগামীকাল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও জনপ্রিয় উত্সব, মহাশিবরাত্রি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে পালিত হবে এই শিবের পুজো। মহাশিবরাত্রি নিয়ে শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। আর এই শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠেছে জয়ন্তী মহাকাল ধাম মন্দির। শিবরাত্রি উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যে আলিপুরদুয়ারে আসতে শুরু করেছে। বক্সার জঙ্গল পেরিয়ে যেতে হয় জয়ন্তী মহাকাল ধাম মন্দিরে। আলিপুরদুয়ার শহর থেকে প্রতিদিন দুটি বাস জয়ন্তীতে যায়। চাপ সামাল দিতে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত এনবিএসটিসি কর্তৃপক্ষ স্পেশাল বাস চালানো শুরু করেছে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়।