#বিহারের ঔরঙ্গাবাদে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক।।
বড় সাফল্য পেলো সিআরপিএফ এবং বিহার পুলিশের।সিআরপিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযানে রবিবার ঔরঙ্গাবাদ জেলার জঙ্গল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদনপুর থানার অধীনস্ত বনাঞ্চলে সিআরপিএফ এবং বিহার পুলিশের যৌথ দল অভিযান চালায়।
পুলিশ সূত্রের জানা গেছে, অভিযানে ম্যাগাজিন সহ একটি ৩১৫ বোরের রাইফেল, গুলি, ৪টি আইইডি, একটি ইউবিজিএল মাউন্ট, ২টি ওয়্যারলেস সেট, একটি ইন্টারসেপ্টর, ৬টি ডেটোনেটর ইত্যাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত বিস্ফোরক এবং আইইডি ধ্বংস করে যৌথ দল। এই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক বড় কোনও নাশকতার জন্য জড়ো করা হয়েছিল বলে মনে করছে পুলিশ প্রশাসন। কে বা কারা কোথা থেকে ওই অস্ত্র এনেছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে ।