#মিড ডে মিলে টিকটিকি-ইঁদুর! প্রধান শিক্ষক ও এসআইকে বরখাস্তের নির্দেশ শিক্ষা দপ্তরের ।।
১১ জানুয়ারি মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি ও ইঁদুর উদ্ধার হয় চাঁচল -২ ব্লকের ভাকরি জিপির বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে। এই ঘটনায় শোরগোল পরে যায় রাজ্য জুড়ে। ঘটনার পরেই নড়চড়ে বসে জেলা প্রশাসন। জানা গেছে, ঘটনার পরের দিন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে রিপোর্ট পাঠায় রাজ্য শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগে। তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে আসে টিআইসি, এসআই ও এডুকেশন সুপারভাইজাদের বিরুদ্ধে।
আর এই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই কড়া পদক্ষেপ নেয় স্কুল শিক্ষা দপ্তর। এই ঘটনায় এডুকেশন সুপারভাইজারকে চাকুরি থেকে বরখাস্ত করার নির্দেশের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসআইকে সাসপেন্ড করা হয়েছে। এবং অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। এজন্য ডিপিএসির চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্তের সুপারিশ করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা দপ্তরের কমিশনারকে।
তবে স্কুল শিক্ষা দপ্তরের এর এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ এই ঘটনায় সাসপেন্ড হওয়া এডুকেশন সুপারভাইজার স্বপ্না সরকার একবছর আগেই চাকরি থেকে পদত্যাগ করেছেন। তার বেতন বন্ধ রয়েছে। যিনি দীর্ঘ এক বছর ধরে অফিসে আসেননা, তাকে কোন তদন্তের ভিত্তিতে দোষী করা হল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।