#ভরা বাজারে প্রকাশ্যে গুলি তৃণমূল কর্মীকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য।।
ভরা বাজারে প্রকাশ্যে গুলি তৃণমূল কর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কেতুগ্রাম এলাকায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কাটোয়ার বালি ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী দুলাল শেখের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কেতুগ্রামের আমগরিয়ায় আত্মীয়র সঙ্গে দেখা করতে যান বালি ব্যবসায়ী দুলাল শেখ। সেখানেই বাজারে বসে গল্প সারছিলেন তিনি। হঠাৎ করেই তার মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে দুষ্কৃতীরা এখনও অধরা। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে। জনবহুল এলাকায় এভাবে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।