#শিলিগুড়ি গন্ডারমোড়ে স্টেট বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয় এক যুবক।।
শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক ভুটকি গন্ডার মোড়ে সরকারি বাসের ধাক্কায় আহত ইস্কুটি চালক। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আহত যুবকের নাম গমিরুদ্দিন মহম্মদ ( ১৯ )। তার বাড়ি সুরুবাড়ি গ্রামে।
জানা গেছে স্টেট বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুটি চালক। তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার জেরে স্থানীয়রা
পথ অবরোধ করে ভাঙচুর করে বাসে। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
এদিন দুর্ঘটনার পর বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করে। অবিলম্বে যাতে বাসিন্দাদের দাবি পূরণ হয় সেব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।