#বিয়ের ৪৮ ঘণ্টার মধ্যে পণের বলি নববধূ।।
বিয়ের ৪৮ ঘণ্টার মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক নববধূ। রবিবার গভীর রাতে বিহারের কাটিহারের মনশাহী থানা এলাকার ধনপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুনীতা মণ্ডল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর অভিযুক্তরা পলাতকবলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার কাটিহারের মরোচা গ্রামের বাসিন্দা সুনীতার সঙ্গে ধনপুরা গ্রামের বাসিন্দা শংকর মণ্ডলের ছেলে রাজকিশোর মণ্ডলের (২৫) বিয়ে হয়। বিয়ের আগেই বর ও কনে পক্ষের মধ্যে পণ নিয়ে ঝামেলা হয়। পণের বেশিরভাগ অংশই মিটিয়ে দেওয়া হয়েছিল। এরপর মেয়ের বাবা কথা দেন, বিয়ের পর দ্রুত পণের বাকি টাকা মিটিয়ে দেবেন। এরপর বিয়ে হয়। শনিবার নববধূ শ্বশুরবাড়ি যান। অভিযোগ, সেখানে তাঁর ওপর মানসিক নির্যাতন চালান স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। সেই অপমান সহ্য করতে না পেরে রবিবার গভীর রাতে শোওয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুনীতা, এমনটাই দাবি বাপেরবাড়ির লোকজনের।
মনশাহী থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটিহার সদর হাসপাতালে পাঠায়। সোমবার সন্ধ্যায় মেয়ের বাড়ির তরফে বর, শ্বশুর ও আরও কয়েকজনের বিরুদ্ধে মনশাহী থানায় সুনীতাকে আত্মহত্যায় প্ররোচনা ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যায়। কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।