#৮০ বছরের বৃদ্ধার স্তনে বিরল টিউমার অস্ত্রোপচারে, নজির গড়ল দিঘা হাসপাতাল।।
সৈকতনগরী দিঘার স্টেট জেনারেল হাসপাতালেই অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেলেন চিকিৎসকরা। ৮০ বছরের বৃদ্ধার স্তন থেকে ১২০০ গ্রামের টিউমার বাদ দিলেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর আগে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে এত জটিল অস্ত্রোপচার কখনও হয়নি। বিশেষ করে একজন বৃদ্ধার শরীরে এমন অস্ত্রোপচার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। হাসপাতাল সূত্রে খবর, HDU-এ রয়েছেন ওই রামনগর থানা এলাকার ওই বৃদ্ধা। সুস্থ আছেন তিনি। বায়োপসির রিপোর্ট দেখে তাঁর পরবর্তী চিকিৎসা শুরু করা হবে বলে চিকিৎসকরা জানান। চিকিৎসকরা জানান, এটি ফিলোডস টিউমার, যা বিরল টিউমার হিসাবেই গণ্য করা হয়। সে কারণে ওই বৃদ্ধার স্তনটিও বাদ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, আট বছর আগে ওই বৃদ্ধা লক্ষ্য করেন, তাঁর বাম স্তনে কিছুটা ফোলাভাব দেখা যাচ্ছে। তবে বছর তিনেক আগে থেকে তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়। এরপরই দিঘা হাসপাতালে যান তিনি। অন্য জায়গায় চিকিৎসার পরামর্শ দেন দিঘা হাসপাতালের চিকিৎসকরা। তবে এত বয়সে ওই বৃদ্ধা আর অন্য কোথাও যাননি। বারবার এ হাসপাতালেই যেতেন। মাস চারেক আগে দিঘা হাসপাতালে জেনারেল সার্জেন হিসাবে কাজে যোগ দেন বীরেন্দ্রকুমার সাঁতরা। তাঁর কাছে চিকিৎসা শুরু করেন ওই বৃদ্ধা। চিকিৎসকের সন্দেহ ছিল, বিরল টিউমারই রয়েছে এই বৃদ্ধার শরীরে। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।সেইমতো বুধবার লোকাল অ্যানাস্থেশিয়া করে শুরু হয় অস্ত্রোপচার। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় বাদ দেওয়া হয় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ওই টিউমার। জটিল অস্ত্রোপচারে সফল হওয়ার পর স্বস্তির চিকিৎসকদেরও, সাথে রোগীর পরিবারের লোকজনেরও। এই হাসপাতালে এত বড় অপারেশন, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের।