Khabar Aajkal Siliguri

৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমনে স্বস্তির আশ্বাস।।

৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমনে স্বস্তির আশ্বাস।।

দেশজুড়ে যে ব্যাপক করোনা সংক্রমনের আকার দেখা গিয়েছিল তা অনেকটাই নিচের দিকে নামল। এবার কিছুটা হলেও স্বস্তির আশ্বাস মিলল।।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের কেড়েছে প্রাণ। বহু পরিবার শূন্য হয়ে গিয়েছে। যার জেরে সংক্রমন রোধে ভ্যাক্সিনেশন শুরু করা হয়।।

আজ দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ। ৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমন আজ।।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৪৭১। মৃত্যু হয়েছে ২৭২৬ জনের। সুস্থ হয়েছেন ১,১৭ ,৫২৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৯,১৩,৩৭৮।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles