#৫ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার। গ্রেপ্তার দুই।।
পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার হল ৫ কেজি বোমা তৈরির মশলা। গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। তাদের কাছে থাকা একটি বাইকও বাজেয়াপ্ত করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শরিফ শেখ ও সাহিল শেখ। তাদের বাড়ি বীরভূমের মাড়গ্রামের বাজারপাড়া।
জানা গেছে, রবিবার রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে রামপুরহাট-দুমকা রোডে নাকা চেকিং করে পুলিশ। চেকিং চলাকালীন একটি বাইকে তল্লাশি চালাতেই ডিকি খুলে তিনটি প্লাস্টিকের প্যাকেট বের হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মুর্শিদাবাদ থেকে বোমা তৈরির মশলা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেও জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।