#৪০ লক্ষ টাকার বর্মাটিক কাঠ উদ্ধার। আটক ট্রাক ও গ্রেফতার চালক।।
পাচারের আগেই বেলাকোবা বনদপ্তরের অভিযানে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ, আটক করা হয়েছে ট্রাকটি, গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে। গৌহাটি থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল বর্মাটিক কাঠ। শনিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌড়ি এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা তল্লাশি শুরু করে বন বিভাগ। পথে যানবাহন থামিয়ে শুরু হয় তল্লাশি। সেই সময় একটি ১৪ চাকার লরি আটক করে বেলাকোবা বনদপ্তর।
সেই গাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় চল্লিশ লক্ষ টাকার বার্মা টিককাঠ।
এই ঘটনায় গাড়ির চালক রিতেশ কুমার জহুরী কে গ্রেপ্তার করেছে বনদফতর। সে ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ির আদালতে পাঠানো হবে।