#৩৯৪ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ জন।।
সবজির ব্যাগে মাদক নিয়ে বিক্রি করতে এসে ধরা পড়ল দুজন।ধৃতরা হল থিরেন সিংহ(৪৮)ও রাজু রায়(৩৪)। দুজনই মাটিগাড়ার ঠিকনিকাটার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার নকশালবাড়ির বিডিও অফিস সংলগ্ন এলাকায় মাদক বিক্রি করতে এসে এসএসবি বড় মনিরাম জোত ৮ ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পরল রাজু এবং থিরেন। তাদের কাছ থেকে ৩৯৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ টাকা। এরপর দুজনকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।