#২৪ ঘণ্টার মধ্যেই চুরির স্কুটি সহ ২ জন গ্রেফতার।।
চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই নৌকাঘাট এলাকা থেকে চুরির স্কুটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গত ১০ মার্চ এনজেপি থানার অন্তর্গত বসুন্ধরা আবাসন থেকে একটি স্কুটি চুরি হয়। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুটির মালিক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই নৌকাঘাট এলাকা থেকে চুরির যাওয়া স্কুটি উদ্ধার করে পুলিশ।
ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মনমোতো বিশ্বাস ও সুর্য সিংহ। দুজনই আমবাড়ি ও বাড়িভাষার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রবিবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।