#২৩ নম্বর ওর্য়াড উৎসব “নব আনন্দে জাগো”-র শুভ সূচনা করা হল।।
শীতের মরসুম পড়তেই শিলিগুড়ি পুর কর্পোরেশনের পক্ষ থেকে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব।
৭ই জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ২৩ নম্বর ওর্য়াড উৎসব “নব আনন্দে জাগো” শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু করা হলো। এদিন এই শোভাযাত্রায় মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার কাউন্সিলর লক্ষ্মী পাল মদন ভট্টাচার্য অমর পাল ও ওর্য়াডের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মেয়র গৌতম দেব এবং অন্যান্য অতিথিরা পতাকা নারিয়ে শোভাযাত্রার শুভ সুচনা করেন। ২৩ নম্বর ওর্য়াডের মাইকেল স্কুল প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে ওর্য়াড পরিক্রমা করে।