#২৩ নম্বর ওর্য়াডে “আনন্দ ধারা” উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা পলন হল।।
২৩ নম্বর ওর্য়াড উৎসব “আনন্দ ধারা” শুরু হয়েছিল গতকাল।আজ দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওর্য়াড কাউন্সিলর, সাথে ছিলেন ওর্য়াডের বিশিষ্টজনরা।
২৩ নম্বর ওর্য়াডের অন্তর্ভুক্ত শিলিগুড়ি পার্ক,এই পার্কেই আজ আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। মোট ৪টি বিভাগে ১৮০জন কঁচিকাঁচারা অংশ গ্রহণ করে। ওর্য়াড কমিটির তরফ থেকে জানানো হয় উৎসবের শেষ দিন ক বিভাগের সকল প্রতিযোগি ও প্রতিযোগিনীকে পুরস্কৃত করা হবে।