#২২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক ব্যাক্তি।
২২ গ্রাম ব্রাউন সুগার সহ পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী। আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুর থেকে নুপুর যাওয়ার রাস্তায় নাকা চেকিংয়ের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত ব্যাক্তির নাম রকি ডোম (২৫)।
জানা গেছে, এর আগেও রানিগঞ্জ এলাকায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল রকি ডোম। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। ঘটনায় আরো কেও জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।