#১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ২ ভাই।।
১৫ বছরের নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ২ ভাইকে গ্রেপ্তার করল পুলিশ। তেলঙ্গানার ওয়ারঙ্গল এলাকার ঘটনা বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারঙ্গল এলাকায় একটি আসবাবপত্রের দোকান রয়েছে ওই ২৭ বছরের যুবকের।
অভিযোগ, প্রথমে নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতায় সে। এরপর নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে, সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করে সে। পরে যুবকের ২২ বছরের ভাইও নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরও নাবালিকাকে হেনস্তা করতে থাকে ওই দুই যুবক। একটি নির্জন এলাকায় নাবালিকাকে আবার ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার ঘটনার কথা পরিবারকে জানায় ওই নাবালিকা। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ২ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, পকসো আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।