#১০ ঘণ্টা পর নিভল বেসরকারি বহুজাতিক ডিটারজেন্ট কারখানার আগুন।।
১০ ঘণ্টা চেষ্টার পর নিভল ফুলবাড়ির এক বেসরকারি বহুজাতিক ডিটারজেন্ট কারখানার আগুন। ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দমকলের বিরুদ্ধে। কারখানার ম্যানেজার নির্মল দত্তের অভিযোগ, খবর দেওয়া হলেও দমকলের ইঞ্জিন এক ঘণ্টারও পরে আসে। এছাড়া আগুন নেভানোর আধুনিক সরঞ্জাম না থাকার কারনে আগুন নেভাতে অনেক সময় লেগে যায় দমকলের। সময়মতো দমকল এলে এত বড় ক্ষতি হতো না বলে দাবি কারখানার ম্যানেজারের।
নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল বলেন, একটি বড় কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরেও দমকলের ইঞ্জিন দেরি করে পৌঁছায় সেখানে। কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল সেখানে। প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার না করে শুধু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পাশাপাশি তাদের কাছে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও ছিল না। শিলিগুড়ি দমকল কেন্দ্রের উপর পার্শ্ববর্তী বিস্তৃত এলাকার ইন্ডাস্ট্রি ও বাসিন্দারা নির্ভরশীল। তাই শিলিগুড়ি দমকল কেন্দ্রের আধুনিককরণ করার প্রয়োজন হয়ে পড়েছে।
জানা গেছে, ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় একটি বহুজাতিক ডিটারজেন্ট কোম্পানির (আয়না) ইউনিট রয়েছে। আড়াইশো জনের বেশি স্থায়ী শ্রমিক সেখানে কাজ করেন। কারখানার ম্যানেজার নির্মল দত্ত বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কারখানার গোডাউনের মধ্যে আগুন লাগে। গোডাউনের মধ্যে প্রমোশনাল আইটেম যেমন-প্লাস্টিকের গামলা, বালতি, মগ, থালা, বাটি, কম্বল, শাড়ি ইত্যাদি মজুত করা ছিল। গোডাউনের পাশে স্টোর রুম ও উপর তলায় ফ্লোর ক্লিনার তৈরির ইউনিট ছিল। গোডাউনের মধ্যে আগুন লাগায় স্বাভাবিকভাবেই কারখানার সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিটের জন্য আগুন লাগে। কারখানার নিজস্ব সবরকম অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এত বড় দুর্ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর সারারাত চেষ্টা করেও রবিবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এদিন সকাল ১০টা নাগাদ কারখানায় গিয়ে দেখা যায়, আগুন তখনও কিছু কিছু জায়গায় জ্বলছে। পরে কারখানার কর্মীরা নিজেরাই আগুন নেভান। শিলিগুড়ির দমকল কেন্দ্রের এক আধিকারিক জানান, বড় কারখানা তাই আগুন নেভাতে সময় লেগে যায়।।