#হোলির রাতে খুন। খুনে, অভিযুক্তের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা।।
বুধবার রাতে বীরপাড়া মটেশ্বর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা এলাকায় খুনের ঘটনা ঘটে। এলাকারই বাসিন্দা দেবাশিস সরকার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠলো প্রদীপ গুরুং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশকর্মীরা পৌঁছায়। পৌঁছান পুলিশের পদস্থ কর্তারাও। তারপর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি আগুন জ্বালিয়ে দেয় বলে জানা গেছে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আলিপুরদুয়ার থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য জানান, মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সন্ধ্যার সময় বটতলা এলাকায় দেবাশিস সরকার এক নাবালকের সঙ্গে কথা বলছিলেন। আর তখন প্রদীপ গুরুং ঘটনাস্থলে ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়। ফের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আচমকাই ধারালো অস্ত্র বের করে প্রদীপ দেবাশিসের গলায় আঘাত করে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে সে। আবার দ্বিতীয়বার গলায় আঘাত করে। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি দেখতে পান। প্রত্যক্ষদর্শীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রদীপ গুরুং।
স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় দেবাশিসকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। দেবাশিসের হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত প্রদীপ গুরুং এর বাড়িতে হামলা চালায়। তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত যুবক। তাঁর খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ।