#হোটেলে খাবার নেই বলায়, জ্বালিয়ে দেওয়া হল হোটেল কর্মচারীদের বাসস্থান।।
হোটেলে খাবার নেই বলায়, জ্বালিয়ে দেওয়া হল হোটেল কর্মচারীদের বাসস্থান। ঘটনাটি ঘিরে এলাকায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হনুমন্ত নগরে। জানা গেছে, তিন নির্মাণ কর্মচারী রবিবার সন্ধ্যেবেলা স্থানীয় একটি হোটেলে গিয়ে খেতে চাইলে তাদের বলা হয় যে হোটেল বন্ধ হয়ে গিয়েছে। এরপর ওই ক্রেতা এবং কর্মীদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে অবশ্য হোটেল মালিক নীতিশ কুমারের হস্তক্ষেপে সেই ঝামেলা থামে।
এরপর অভিযুক্তরা পাশেই, হোটেল কর্মীরা যেখানে থাকেন সেখানে যায়। এবং ভোর সাড়ে তিনটে নাগাদ পেট্রোল ঢেলে দরজা, জানালায় আগুন লাগিয়ে দেয়। হোটেল কর্মচারীদের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। হোটেল মালিক নীতিশ কুমারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। তাঁকে দ্রুত খুঁজে বার করার জন্য চলছে অনুসন্ধান। ঘটনার তদন্ত করছে পুলিশ।