#হেমতাবাদে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন।।
প্রত্যেক যোগ্য উপভোক্তা আবাস যোজনায় ঘর পাবেন। যাঁরা এবার পাননি তাঁরা পরে পাবেন। শনিবার এমনই মন্তব্য করলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। এদিন হেমতাবাদে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান, আগামী ১১ জানুয়ারি থেকে দলের কর্মীরা দিদির ৬টি সুরক্ষা কবচ নিয়ে সাধারণ মানুষের বাড়িতে যাবেন। ১৫টি প্রকল্প নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যার কথা জানবেন।
এদিন এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, রায়গঞ্জ ২ ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন সত্যজিৎ বর্মন বলেন, দিদির বক্তব্য যাঁরা যোগ্য তাঁদের সবাই ঘর পাবেন। কেউ আগে পাবেন, কেউ পরে। যোগ্যরা যাতে ঘর পান, তার দিকে লক্ষ্য রাখা হবে। এই বিষয়টি দিদির সুরক্ষা কবচ নিয়ে বাড়ি বাড়ি প্রচারের সময় তুলে ধরবেন তাদের কর্মীরা।