#হেনস্তা করার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে।।
হেনস্তা করার অভিযোগে আত্মহত্যার চেষ্টা করলেন প্রথম বর্ষের ডাক্তারি ছাত্রী। অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে ওয়ারাঙ্গল জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীকে হাসপাতালে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। দ্রুত তাঁর চিকিৎসা করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, কোনও ওষুধ বা ইঞ্জেকশন নিজের শরীরে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ছাত্রী। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় হায়দরাবাদের একটি সরকারি হাসপাতালে স্তানান্তরিত করা হয়।
জানা গেছে, অভিযুক্ত ছাত্র অ্যানাস্থেশিয়া নিয়ে পড়াশোনা করছেন। অভিযোগ, তিনি ছাত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন ওই ছাত্রী। শেষে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্রী সুস্থ হলে তাঁর বয়ান নেওয়া হবে। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।