# হাম-রুবেলার ভ্যাকসিন নিয়ে অসুস্থ এক স্কুল ছাত্রী, পরে মৃত্যু।।
হাম ও রুবেলার ভ্যাকসিন নিয়েছিল খড়িবাড়ি ব্লকের বাতাসির শ্যামধনজোত উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার(১৩)। তারপর খেলাধুলো করে মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে দ্রুত স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সোমবার বিকেল নাগাদ আইসিইউতে মৃত্যু হয় ওই ছাত্রীর।
জানা গেছে, সোমবার সকাল ১১টা থেকে শ্যামধনজোত উচ্চবিদ্যালয়ের পড়ুয়াদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। বাকি পড়ুয়াদের মতো অনন্যাও ভ্যাকসিন নেওয়ার পর ৩০ মিনিট স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে ছিল। সেই সময় কোথাও কোনও সমস্যা হয়নি। পরে সে স্কুল মাঠে খেলাধুলাও করে। এরপর মিড-ডে মিল খেয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অনন্যা। তাঁকে বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে ওই ছাত্রীকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল ৪টে নাগাদ সেখানে তার মৃত্যু হয় বলে জানান জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক।
ছাত্রীটির পরিবারের দাবি, সকালে খাওয়া দাওয়া করে স্কুল গিয়েছিল অনন্যা। পরে তাদের কাছে খবর আসে মেয়ে অসুস্থ হওয়ায় তাকে বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিল না। শ্যামধনজোত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস জানান, বাড়ি ফেরার সময় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্বাস্থ্যকর্মী ও এক শিক্ষক তাকে বাতাসি হাসপাতালে নিয়ে যান। পরে ছাত্রীটিকে অন্যত্র রেফার করা হয়