#হাতির হানায় মৃত এক যুবক।
হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নবীয়দ আলি, বয়স ২৯। রাজগঞ্জ ব্লকের পায়াভিটা এলাকার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ নবীয়দ এদিন তার দুই সঙ্গীকে নিয়ে বেলাকোবা রেঞ্জের বাতাসিভিটা বিটের এসটিপি ৪ কম্পার্টমেন্টে অবৈধভাবে কাঠ কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। সেই সময় হঠাৎ একটি হাতির আক্রমণে সে গুরুতর আহত হয়। এরপর বাতাসির বিট অফিসার দীপক রায় প্রধান গুরুতর আহত নবীয়দকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে দীপকবাবু জানান।